হাজীর আল্লাহ নাজীর,
সহিদ আল্লাহ মহিদ,
আয় বাবা শেখ ফরিদ।
দোহাই লাগে আল্লাহ রসুলের
দোহাই লাগে ওস্তাদের,
দোহাই লাগে হযরত আলীর।
দোহাই লাগে মা ফাতেমার।
দোহাই লাগে দুমের মাদার।
দোহাই লাগে খোয়াজ খিজিরের
দোহাই লাগে জ্বীন পরী
ইনসান যত আছে।
যদি আমার মন্ত্র লড়ে,
দোহাই ঈশ্বর
মোহাদেবের মাথা খাস।
যে কোন প্রকার পেটের ব্যথায় বা মাথার ব্যথায় উপরক্ত মন্ত্র পাঠ করে কয়েকবার ফু দিলেই ভালো হয়।।
তবে মন্ত্র মুখস্ত করার কিছু নিয়ম আছে।