মন্ত্রগুরু
একটি কথা সকল সাধরন রিডারদের বলছি, এখানে উল্লেক্ষিত তন্ত্র, মন্ত্র, টোনা, টোটকা, দোওয়া, তাবিজ যেটাকেই কাজে লাগাতে যান না কেন সর্বপ্রথম কোন গুরুর শিশ্যত্ত গ্রহন করে তার অনুমতি নিন, নতুবা আপনার বিফল হওয়ার সম্ভবনা বেশি।
Ø
রবিবার বা মঙ্গলবার
দিন অশ্বিনী নক্ষত্রে ঘোড়ার নখত্রে ঘোড়ার নখ আগুনে দিয়ে তার ধোঁয়া প্রেত বাধাগ্রস্ত
ব্যক্তিকে শুকালে সে প্রেতবাধা থেকে মুক্তি পাবে।
Ø
যদি কোন বালেকের
নজর দোষ লাগে তবে তা কাটানোর জন্য রেঠা ফলকে
ছিদ্র করে কালো সুতো দিয়ে মালা করে যে কোন মঙ্গল বার বা শনিবার দিন ঐ বালকের গলায় পরিয়ে
দিলে তার নজর দোষ লাগা সেরে যাবে এবং ভবিষ্যতে আর নজর দোষ লাগবে না।
Ø
বাঘের দাঁতের তাবিজ
বানিয়ে গলায় পরলে হৃৎপিন্ড মজবুত হয় ।
Ø
কোন ব্যক্তি বাঘের
দাঁতের তাবিজ ধারন করলে কখনও দাঁতের কষ্ট ভোগ করে না।
Ø
বাঘের মাথার চামড়ার
টুকরো যদি কেউ নিজের কাছে রাখে তবে তাকে সকলেই ভয় এবং মান্য করে চলে।
Ø
হাতির কানের ময়লা
যদি কোন ব্যক্তিকে খাওয়ায়ে দেওয়া যায় তবে তার এক সপ্তাহ ঘুম আসবে না।
Ø
হাতির মল যদি কোন
স্ত্রী লোক তাবিজে ভরে গলায় বা হাতে ব্যবহার করে তবে সে গর্ভবতী হবে না।
Ø
হাতির মল রুপোর তৈরী
তাবিজে ভরে কোন বাচ্চার গলায় ধারন করলে তার কুনজর লাগবে না।
Ø
ঘোড়ার লেজের চুল
যদি কোন ঘরের দরজায় টাঙ্গিয়ে দেওয়া যায় তবে সেই ঘরে মশা ঢুকবে না।
Ø
যে সব লোক রাতে ঘুমের
ঘোরে দাঁত কিড়মির করে তার বিছানায় বালিশের নিচে ঘোড়ার দাঁত রেখে দিলে সে আর দাঁত কিড়মির
করবে না।
Ø
কেউ যদি খচ্চরের
দাঁত সর্বদা নিজের পকেটে রাখে তবে পকেট কখনও খালি হবে না।