Thursday, March 6, 2014
স্তন বা অন্ডকোষ অদৃশ্য করার যাদুঃ
আপনারা যারা পুরাতন লোক আছেন তারা হয়তো দেখে থাকবেন। পূর্বের কিছু কিছু যাদুকর একসময় একটি জাদু দেখাতো এমন যে সে বলতো আচ্ছা আমার হাতের দিকে তাকাও তো যেই না তার হাতের দিকে তাকানো যেত তখন লোকটা হাত মুঠ বন্ধ করতো আর সংগে সংগে দেখা যেত তার অন্ডকোষ বা মেয়ে লোক হলে তার স্তন গায়েব হয়ে গেছে। এক সময় গ্রাম গঞ্জে এসকল জাদু প্রায়ই দেখা যেত এখন আর তেমন দেখা যায় না। আপনি চাইলে এই জাদুটি শিখতে পারেন তবে প্রচুর র্ধয্য ও যত্ন লাগবে এবং সময়ও খরচ করতে হবে।
বিধিঃ প্রথমে একটি চামচিকা ( ছোট বাদুর যা অনেক পুরাতন ঘরে বাসা বাধে বা ঝুলে থাকে) জোগার করুন, অবশ্যই জীবিত হতে হবে। এবার একটি বড় খাচায় পুড়ে তা সাত রবিবার পর্যন্ত তাকে প্রতিদিন গোগলের/গুগগুলের ধুঁয়া দিবেন। এভাবে সাত রবিবার অতিক্রান্ত হওয়ার পর, সোমবার দ্বিপ্রহরে সম্পূর্ণ উলঙ্গ হয়ে সেই মৃত শুকনা বাদুরকে তুলা এবং কিছু পাতলা কাপড়ের ন্যকড়া দিয়ে পেঁচিয়ে একটি নতুন মাটির চেরাগে মালকঙ্গনীর তৈল দিয়ে কাজল তৈরী করবে। তারপর উহা হাতে মালিশ করিয়া যদি কোন মহিলাকে হাতের দিকে তাকাতে বলবে যখন সে হাতের তালুর দিকে তাকাইবে তখন মুঠ বন্ধ করিবে- সংগে সংগে তার স্তন গায়েব হয়ে যাবে এবং আবার মুঠি খুললে তার স্তন ফেরত পাইবে, এই রুপ কাজ পুরুষের অন্ডকোষ গায়েব করার ক্ষেত্রেও করা হয়ে থাকে।।
বিঃদ্রঃ যদিও এই কাজের পিছনে কেন হয় ? কি ভাবে হয় তার কোন সুনিদ্রিষ্ট ব্যখ্যা করা সম্ভব নয় তবে এমনটি হয় সেটা সত্য।
বশিকরণ শাবর মন্ত্রঃ
“ওঁ নমো আদেশ গুরু কো রাজা মোহু প্রজা মোহু ব্রাহ্মণ বানিয়া হনুমন্ত রুপ মেঁ জগত মোহু তো রামচন্দ্র ফর মানিয়া গুরু কী শক্ত...

